শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ২১:৩৪

আপডেট:
২২ আগস্ট ২০২২ ২১:৩৮

 ছবি : সংগৃহীত

চার দিনের সফরে আজ কিশোরগঞ্জের মিঠামইনে নিজের গ্রামের বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান , জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে চার দিনের সফরে সোমবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও ধারাবাহিকভাবে পৃথক পৃথক মতবিনিময় সভা করবেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন।

২৫ আগস্ট বিকেলে রাষ্ট্রপতি হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top