রানির শেষকৃত্যানুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৬
আপডেট:
১২ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৯

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জ্ঞাপনের জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবে।
আপনার মূল্যবান মতামত দিন: