21275

06/24/2024 হিটস্ট্রোকের পর কেমন আছেন শাহরুখ খান?

হিটস্ট্রোকের পর কেমন আছেন শাহরুখ খান?

বিনোদন ডেস্ক

২৩ মে ২০২৪ ১১:৫৪

হিটস্ট্রোক করে হাসপাতালে ভর্তি শাহরুখ খান— সংবাদটি শুনে গতকাল বুধবার অনুরাগীদের হাবুডুবু খাচ্ছিলেন দুশ্চিন্তার সাগরে। প্রিয় তারকার সুস্থতা কামনার পাশাপাশি জানতে চাইছিলেন তার শারীরিক সম্পর্কে। অবশেষে এলো সেই খবর।

বলিউড অভিনেত্রী এবং কলকাতা নাইট রাইডার্সের অংশীদার জুহি চাওলা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, শাহরুখ আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন। আগামী রোববার চেন্নাইয়ে হওয়া আইপিএল ফাইনালেও যোগ দেবেন শাহরুখ।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

এছাড়া বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরম ছিলো মঙ্গলবার। গরমের কারণেই বাদশা অসুস্থ হন। চিকিৎসকরা বলছেন, পানি শূন্যতার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই বলিউড বাদশা।

জানা গেছে, চিকিৎসার পর হাসপাতাল থেকে শাহরুখকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]