21470

04/05/2025 এবার সালমানের সঙ্গে লড়বেন ‘কাটাপ্পা’

এবার সালমানের সঙ্গে লড়বেন ‘কাটাপ্পা’

বিনোদন ডেস্ক

২৮ মে ২০২৪ ১৭:৪৩

বলিউড সুপারস্টার সালমান খান তার নতুন সিনেমা ‘সিকান্দার’এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এ সিনেমায় সালমানের সঙ্গে খল নায়ক হিসেবে টক্কর দিতে যাচ্ছেন ‘বাহুবলী’র ‘কাটাপ্পা’ অর্থাৎ সত্যরাজ।

দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ‘বাহুবলী’ ছবিতে ‘বাহুবলী’কে খুন করে হইচই ফেলে দিয়েছিলেন ‘কাটাপ্পা’। এবার সেই ‘কাটাপ্পা’র সঙ্গেই লড়বেন সালমান। জানা গেছে অভিনেতা ‘সিকান্দার’-এ খল চরিত্রে অভিনয় করবেন ‘কাটাপ্পা’ খ্যাত অভিনেতা সত্যরাজ।

ছবির ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন ছিল, কে এই ছবিতে খলনায়কের চরিত্রে থাকবেন, কাকে দেখা যাবে সালমানে সঙ্গে লড়তে? অবশেষে জানা গেল সত্যরাজকে দেখা যাবে এই চরিত্রে।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ‘সিকান্দার’ সিনেমার শুটিং। তবে শুটিং ফ্লোর থেকেই ফাঁস হয়েছে ছবি।

এআর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এ সালমানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে সিনেমাটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]