31494

04/28/2025 এক ফিফটিতেই আইপিএলের ইতিহাস বদলালেন ক্রুনাল পান্ডিয়া

এক ফিফটিতেই আইপিএলের ইতিহাস বদলালেন ক্রুনাল পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫ ১০:৫৭

রেকর্ডটা করুন নায়ার নিজের করে নিয়েছিলেন সপ্তাহদুয়েক আগে। কিন্তু করুন নায়ার আর সবকিছুর মতো দুর্ভাগা এই রেকর্ডের বেলাতেও। ২ হাজার ৫২০ দিন পর ফিফটি করে আইপিএলে ইতিহাস লিখেছিলেন তিনি। সেটা হয়েছিল গত ১৪ এপ্রিল। আর ২৭ এপ্রিলেই রেকর্ড হলো হাতছাড়া।

এবার আইপিএলে ৩ হাজার ২৬৭ দিন পর ফিফটি করলেন ক্রুনাল পান্ডিয়া। আইপিএলে যেকোন ব্যাটারের সবচেয়ে বেশি দিনের ব্যবধানে ফিফটি পাওয়ার নতুন রেকর্ড এটি। পেছনে পড়েছে প্রায় আড়াই হাজার দিনের ব্যবধানে করা করুন নায়ারের ফিফটি। করুন নায়ারের দুর্ভাগ্য, ক্রুনাল ইতিহাস গড়া এই ফিফটিটা পেয়েছেন তার দলেরই বিপক্ষে।

২০১৬ সালে নিজের প্রথম আইপিএল আসরেই ফিফটি করেছিলেন ক্রুনাল পান্ডিয়া। সেটাও ছিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। এরপর আর কোনো আসরেই ফিফটি করা হয়নি তার। ২০২৩ সালে সর্বোচ্চ ৪৯ রান করে আউট হয়েছিলেন ভারতের এই মারকুটে অলরাউন্ডার। গতকাল ফের সুযোগ পেয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেললেন ৪৭ বলে ৭৩ রানের ইনিংস।

দলীয় ২৬ রানে ৩ উইকেটের সময় ক্রিজে এসেছিলেন। এরপরেই বিরাট কোহলিকে নিয়ে ১১৯ রানের পার্টনারশিপ গড়লেন ক্রুনাল পান্ডিয়া। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে চতুর্থ উইকেট বা এর নিচে সবচেয়ে বড় পার্টনারশিপ এখন এটাই। পেছনে পড়েছে ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন এবং নীতিশ রানার ১১৫ রানের জুটি।

কোহলি ৫১ রানে আউট হলেও টিম ডেভিডকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন ক্রুনাল। সঙ্গে ৮ বছর ১১ মাস ১০ দিন পর নিশ্চিত করলেন আইপিএলে নিজের ফিফটি। নিজের প্রথম ২৮ বলে ২৫ রান তুললেও শেষে এসে ঝড় তুলেছেন ক্রুনাল। আর ১৫তম ওভারের শেষ বলে পেয়েছেন বহু আরাধ্য ফিফটি।

করুন নায়ার এবং ক্রুনাল পান্ডিয়ার আগে আইপিএলে দুই ফিফটির ব্যবধানে সবচেয়ে বেশি দিন ছিল ট্রাভিস হেডের। ২ হাজার ৫১৬ দিন পর ফিফটি পেয়েছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। ২০১৭ সালের মে মাসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফিফটির পর প্রায় ৭ বছরের বিরতি ছিল হেডের জন্য। এরপর ২০২৪ সালে এসে মুম্বাইয়ের বিপক্ষেই পেয়েছেন ফিফটি।

সেটা দুই সপ্তাহের মাঝেই ভেঙেছে দুইবার। হেড এবং নায়ার অবশ্য মাঝে আইপিএল খেলেননি এমন সময়ও পার হয়েছে। তবে ক্রুনাল পান্ডিয়া খেলেছিলেন সবকটা আসরেই।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]