33758

08/19/2025 বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’!

বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’!

ক্রীড়া ডেস্ক

৩০ জুন ২০২৫ ১৭:৫৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষা দীর্ঘদিনের। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা বিপিএলে তাদের প্রতিনিধিত্ব চেয়ে সামাজিক মাধ্যমে বরাবরই সরব ছিলেন। অবশেষে হয়ত তাদের অপেক্ষা ফুরাতে যাচ্ছে।

আসছে বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যেটির মালিকানায় থাকবে শায়ান’স গ্লোবালের নামের একটি প্রতিষ্ঠান।

সোমবার (৩০ জুন) বিপিএলে দল পেতে বিসিবিতে আবেদন পত্র জমা দিয়েছে মালিক পক্ষ। বিপিএলের সব প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন করেছে বলে জানা গেছে।

এদিন শায়ান’স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে।’

নিজের প্রস্তুতির কথা জানিয়ে এই ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি বলেন, ‘আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

এর আগে গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেওয়া এক চিঠিতে শায়ান’স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নেও ভূমিকা রাখতে আগ্রহী তারা।

ডিএম /সীমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]