রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি : রিজভী


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৩ ২২:২৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৪০

ছবি সংগৃহিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। আমাদের আরও করতে হবে। আজকে জীবন যন্ত্রণায় ভুগছেন দেশনেত্রী খালেদা জিয়া।

আজ (বৃহস্পতিবার) ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় জিনজিরা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা দেখলাম খালেদা জিয়াকে যখন কারাগারে নেওয়া হয় তখন তিনি কতটা স্বাভাবিক ছিলেন। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ কেন? সরকার কারাগারের মধ্যে তার খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়েছেন কি না এটা নিয়ে জনগণ আজকে সন্দিহান।

ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, আপনাকে ক্ষমতায় আনা এবং রাখার দায়িত্ব হচ্ছে জনগণের। আপনি একতরফা নির্বাচন করার জন্য, নিশিরাতের ভোট করার জন্য কত ষড়যন্ত্র করছেন সেটা কি জনগণ জানে না? আপনি নিজেই ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারী আপনার মুখে এই কথা শুনলে জনগণের অট্টহাসি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আরও বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মূত্যু নিয়েও কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে। কেন ১৫ই আগস্টের প্রাক্কালে তিনি মারা গেলেন হার্ট অ্যাটাকে? এটা নিয়ে অনেকেই বলছেন। একটা সন্দেহ তো দানা বাঁধেই। দেলাওয়ার হোসেন সাঈদী হঠাৎ করে সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেলেন।

তিনি আরও বলেন, যে ডাক্তাররা তার ফাঁসির জন্য স্লোগান দিয়েছেন, তাদেরকেই নিয়োজিত রাখা হয়েছিল তার চিকিৎসার জন্য। এটা কি সন্দেহ করার কারণ হতে পারে না?

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সঞ্চালনা করে সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top