রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ডিসেম্বরের আগেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : দুদু


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৫৩

ছবি সংগৃহিত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটা কথা দিবালোকের মতো সত্য, ডিসেম্বর-জানুয়ারির আগেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতে যারা মানবিক মানুষ, গণতন্ত্রের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ তারাই সরকার গঠন করবে। এটাই সত্যি।

বুধবার (৬ সেপ্টেম্বর) প্রেস ক্লা‌বের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আ‌ন্দোল‌নের উদ্যোগে ‘অবিলম্বে দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে’র দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু ব‌লেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। আমাদের নেত্রী, তাকে নির্যাতন করা হচ্ছে; সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। স্পষ্ট করে বলি, তার যদি কিছু হয় তাহলে এটাকে দেশবাসী হত্যাকাণ্ড বলে গ্রহণ করবে; এটা সরকারের মাথায় রাখতে হবে। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। জিয়াউর রহমানের হত্যার বিচার হয়েছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে এই হত্যাকাণ্ডেরও বিচার ও করা হবে। বর্তমান সরকার প্রধান এবং যারা দায়িত্বে আছে তারা যদি এটা মনে রাখেন তাহলে তাদের জন্য ভালো হবে, দেশেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে।

তিনি বলেন, দেশের গোটা পুলিশের মধ্যে ৫ পার্সেন্ট হয়ত খারাপ, বাকি ৯৫ পার্সেন্ট ভালো। কিন্তু এ সরকার গোটা পুলিশ বাহিনীকে এমন করেছে যে এ দেশের সাধারণ জনগণ পুলিশকে ভালো চোখে দেখে না। পুলিশ তো চাকরি করে। তারা না থাকলে এই সমাজ ভালো থাকবে না। কিন্তু যেভাবেই হোক এ সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশে একজন মাত্র নোবেল পেয়েছেন ড. ইউনূস, তার সঙ্গে কী শুরু করেছে সরকার। সারা দেশের মানুষ, সারা বিশ্ব তার পক্ষে শুধুমাত্র সরকারের পক্ষের গুটিকয়েক মানুষ তার বিপক্ষে। আইনমন্ত্রী বলেছেন তার (ড. ইউনূস) পক্ষে কথা বললে কোনো অসুবিধা নেই। সহকারী অ্যাটর্নি ইমরান বলেছেন, ইউনূস ভালো মানুষ, তার বিপক্ষে আমি স্বাক্ষর করব না। এখন ইমরান সাহেবের নেমপ্লেট ছিঁড়ে ফেলা হচ্ছে। ইমরান তো আপনাদেরই লোক। একটু ভিন্নমত পোষণ করেছে। তাতেই আপনাদের এই দশা!

সাবেক এ সংসদ সদস্য বলেন, বর্তমান নির্বাচন কমিশন একবার বলল সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তারপর বলল কেউ আসলে আসুক না আসলে নেই। তারা ৪ তারিখে নির্বাচনের ঘোষণা দিল। এ দেশের বুদ্ধিজীবী নামের ১৭১ জন চিহ্নিত হয়েছে। তারা কী জিনিস এ দেশের জনগণ চিনেছে। ৬০ জন সম্পাদক, এরাও চিহ্নিত হয়েছে। নির্বাচন কমিশন আপনারাও চিহ্নিত হয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো একটি নির্বাচন আপনারা করতে চান। ভেবে চিন্তে করবেন। পাকিস্তানিরা বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করেছিল। ৭০ সালের নির্বাচনে তারা ভেবেছিল শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিলে কী হবে; কিন্তু পাকিস্তান থাকেনি। এ সরকারে যারা নিয়ন্ত্রণকারী তারা যদি মনে করে কিচ্ছু হবে না তাহলে তারা ভুল চিন্তায় আছে।

বাংলাদেশ নাগরিক অধিকার আ‌ন্দোল‌নের আহ্বায়ক এম জাহাঙ্গীর আল‌মের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় কর্মসূচি‌তে আরও বক্তব্য রাখেন বিএন‌পির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মো. রহমতুল্লাহ, বিল‌কিস ইসলাম, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top