রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


দেশে গণতন্ত্র নেই বলেই জনগণের আজ বেহাল দশা: নজরুল ইসলাম


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪ ১৭:৩৮

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৭

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই বলেই জনগণের আজ বেহাল দশা। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া সামনে আর কোনো পথ নেই।

বুধবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, একদিকে বিপুলসংখ্যক মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত অবস্থায় আছে, অন্যদিকে কিছু মানুষ প্রতিদিন কোটি কোটি টাকা পাচার করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের কোনো কিছুতে কর্ণপাত করছে না সরকার। ভোটের প্রয়োজন না হওয়ায় জনগণের কথা ভাবছে না সরকার। জনগণকে আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top