সোমবার, ২৪শে জুন ২০২৪, ১০ই আষাঢ় ১৪৩১


‘বৈদেশিক ঋণনির্ভর বাজেট গরিবদের জন্য নয়’


প্রকাশিত:
১১ জুন ২০২৪ ০৪:০৭

আপডেট:
২৪ জুন ২০২৪ ১৮:২২

ছবি- সংগৃহীত

বৈদেশিক ঋণনির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আজকের এ বাজেটের অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণনির্ভর বাজেট। বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি। যারা দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে তাদেরই উৎসাহিত করার জন্য এ বাজেট তৈরি করা হয়েছে। আজ দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধানরা ভয়াবহ দুর্নীতি করছে। এই হচ্ছে দেশের অবস্থা।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সহ সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের সহ সভাপতি ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top