বিএনপি নেতা হাসান মামুনের বাবার মৃত্যুতে ফখরুলের শোক
 প্রকাশিত: 
 ২ জুন ২০২১ ১৫:২৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:৫৮
                                বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাসান মামুনের বাবা মো. মকবুল হোসেন (শুনু হাওলাদার) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (০১ জুন) রাত পৌনে ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রনোগোপালদী গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০২ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মো. মকবুল হোসেনের (শুনু হাওলাদার) মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী ও আদর্শবান মানুষ হিসেবে মরহুম মকবুল হোসেন শুনু হাওলাদারকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: