বৃহঃস্পতিবার, ৪ঠা জুলাই ২০২৪, ২০শে আষাঢ় ১৪৩১


বিএনএমের নতুন মহাসচিব আবদুর রহমান


প্রকাশিত:
২৯ জুন ২০২৪ ১৬:২৩

আপডেট:
৪ জুলাই ২০২৪ ২০:৩৮

ছবি সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন মহাসচিব হিসেবে সাবেক সংসদ সদস্য ড. আবদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার দায়িত্ব নেওয়া ও দলটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বিএনএম চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, বিরোধী দলহীন সরকার দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। যার কারণে আমরা মনে করেছি নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে একটি দল গঠন করব। যে দলে কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ সবাই আসবে এবং সম্মিলিতভাবে আমরা এ দেশের জনগণের দাবি ও অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। দলকে সুসংগঠিত করতে আমরা কমিটি গঠন করছি।

তিনি আরও বলেন, ছাত্র, মহিলা, যুব ও কৃষক সংগঠন করছি, যার মাধ্যমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের আমরা সংগঠিত করতে চাই।

জলবায়ু সম্মেলন করতে চান উল্লেখ করে মোহাম্মদ আবু জাফর বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ আমরা নেব। ভিশন ২০৩৫ সামনে রেখে আমরা কাজ করছি। দল যেভাবে সুসংগঠিত করে সে সময় নির্বাচন করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বা তার কাছাকাছি আসতে পারব।

সাবেক মহাসচিব ড. শাজাহান তার পারিবারিক ও শারীরিক অসুস্থতাজনিত কারণে মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান মোহাম্মদ আবু জাফর।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ, এইচ এম গোলাম রেজা, ওয়ালিউর রহমান খান, সেলিম মাহমুদ চৌধুরী ও এ বি এম রফিকুল হক তালুকদার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top