শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে : আমির খসরু


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪ ১২:৫১

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৪:০২

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভুটানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সব সময় ভালো ছিল। বিএনপি সরকারের সময় ভুটানের সবজি বাংলাদেশে আমদানি হতো।

আজ (বৃহস্পতিবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়।

আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করে আমির খসরু।

ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা বলেছি, এখানে কাজ করার সুযোগ আছে। কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় ৩০ হাজার মেগাওয়াটের।

সার্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, ভুটানের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে সার্ককে আমরা আরও কার্যকর করতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top