শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫ ১৫:২৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৬:৪৯

ছবি সংগৃহিত

বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই, বরং সু-সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে, এটাই আমরা আশা করি। সুতরাং, বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সাথে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি তারা সঠিক কথা বলেছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে যারা রাজনীতি করছেন, বিশেষত ইসলামীসহ অন্যান্য দলগুলোর সাথে আমরা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি এবং যোগাযোগ রক্ষা করছি। এই ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাব।

পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি বর্তমানে যে পদ্ধতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি তার তুলনায় ভালো এবং বিশ্বে প্রায় ৬২টিরও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই পদ্ধতিকে সফল বলে মনে করি। পিআর পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হলো, এতে প্রত্যেক ব্যক্তির মতামত উপস্থাপিত হওয়ার সুযোগ থাকে। আমরা দেখেছি, ৫০ হাজার ভোট পেয়ে নির্বাচিত একজন ব্যক্তি, ৪৯ হাজার ভোট পাওয়া ব্যক্তির ভোট মূল্যহীন হয়ে যায়, কারণ ফলাফল শূন্য হয়ে যায়। তবে পিআর পদ্ধতিতে ভোটের হার অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে, তাদের প্রতিনিধিত্বও বেশি হবে। একই সঙ্গে দ্বন্দ্বে বিশিষ্ট সংসদ ইস্যুও যদি সবাই ঐকমত হয়, তাহলে সেটি বিবেচনা করা যেতে পারে।

বাংলাদেশের তিন দিকে প্রতিবেশী দেশ ভারত, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন পররাষ্ট্রনীতি কেমন হবে, এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, আমাদের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে প্রকাশিত এবং এটি অত্যন্ত স্পষ্ট। আমাদের নীতি হলো, আমরা সকল দেশের সাথে সু-সম্পর্ক চাই, সমতা, অধিকার এবং আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে। আমরা বিশ্বাস করি, প্রত্যেক দেশই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের নীতি একই রকম হবে।

জামায়াতের এই নেতা বলেন, জনগণ যেন দেখে, বাংলাদেশের রাজনীতিতে আর পুরনো প্রথা নেই। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মিথ্যাচার, লুটপাট, অত্যাচার এবং দখলের রাজনীতি শেষ। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা ঘরে ঘরে এবং দলের অফিসে একটি ইতিবাচক সুবাতাস ছড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, জামায়াত কারো উপর কোনো মত চাপিয়ে দিবে না। এদেশে নারীদের পূর্ণ অধিকার দেয়া হবে, অমুসলিমরা নিরাপদে তাদের সব অধিকার ভোগ করবে।

শেখ হাসিনার সমালোচনা করে ডা. তাহের বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছিলাম, আর আল্লাহ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি এড. মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও. আবুল হোসাইন।

সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top