শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ডা. তাসনিম জারাকে সম্পাদক করে নাগরিক কমিটির ‘স্বাস্থ্য পলিসি’ সেল


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৫ ১১:৩৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৬:৪৯

ছবি সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা।

রোববার (২৬ জানুয়ারি) নাগরিক কমিটির আহ্বায়ক ডা. নাসীরুদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠিত হলো। সেলের সদস্য হিসেবে পাঁচজন চিকিৎসকসহ ১৪ জন কাজ করবেন।

সেলের সদস্যরা হলেন– ডা. তাজনুভা জাবীন, ডা. আশরাফুল আলম সুমন, এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মনিরুজ্জামান, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদভী, মনিরা শারমিন, ডা. জাহিদুল ইসলাম, ডা. মিনহাজুল আবেদীন, সালেহ উদ্দিন সিফাত, এহতাশাম হক, অর্পিতা শ্যামা দেব, ফারিবা হায়দার, মুনতাসীর মাহমুদ ও সাগর বড়ুয়া।

এর আগে ডা. মো. আব্দুল আহাদকে সেল সম্পাদক করে পৃথক স্বাস্থ্য সেল গঠন করে জাতীয় নাগরিক কমিটি। সেই সেলের সদস্য করা হয় ডা. মাহমুদা আলম মিতু, ডা. মিনহাজুল আবেদীন, ডা. মনিরুজ্জামান, ডা. আশরাফুল আলম সুমন, অর্পিতা শ্যামা দেব, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদতী, সাগর বড়ুয়া, ফারিবা হায়দার ও মুনতাসীর মাহমুদকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top