সেবা-সমস্যা সমাধানের রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেবে এবি পার্টি
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৩:৫৫

সেবা-সমস্যা সমাধানের রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (২ ফেব্রুয়ারি) পল্টন দলীয় কার্যালয়ে পার্টির নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি। আমরা সম্পাদকীয় কমিটি গঠনও করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐকমত্য তৈরি এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বিরাট চ্যালেঞ্জ।
তিনি বলেন, একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি সেই ধরনের জটিল পরিস্থিতিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল। সারা দেশের মানুষের মধ্যে ঘুরে ঘুরে সংগঠন তৈরির প্রচেষ্টা আমরা চালিয়েছি। ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন করতে গিয়ে আমাদের অফিসে গুলি চালানো হয়েছে।
মঞ্জু বলেন, আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাই-বোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নানা বিষয় এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি হচ্ছে না। যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।
অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন বিভাগের সম্পাদকরা।
আপনার মূল্যবান মতামত দিন: