সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু ভোটের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি
প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৭

নির্বাচন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ভোটের সময় নিয়ে ইসিকে তারা কোনো প্রস্তাব দেননি। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি।
নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশে ক্ষমতা খর্ব হয়েছে- ইসির এমন দাবি নিয়ে বৈঠকে কিছু বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের বিষয়। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি।
বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা নতুন দায়িত্ব নেবার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।
আপনার মূল্যবান মতামত দিন: