শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


চীনে গেলেন বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ নেতা


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

ছবি সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হক, গণঅধিকার পরিষদ একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র নেতারাও প্রতিনিধি দলে রয়েছেন।

বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের একজন করে প্রতিনিধি চীন সফরে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top