বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


বাংলাদেশের রাজনীতির নক্ষত্র ছিলেন আবদুল্লাহ আল নোমান


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৩:৩৪

ছবি সংগৃহীত

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতি নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সমাজ পরিবর্তনের যে রাজনীতি তিনি তা শুরু করেছিলেন ছাত্রজীবনে। পরে তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির নেতৃত্ব পর্যায়ে কাজ শুরু করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর পর তার ধানমন্ডির বাসভবনে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি তাকে দলীয় নেতা হিসেবে চিহ্নিত করতে চাই না, তিনি জাতীয় নেতা ছিলেন। চট্টগ্রামের মানুষের তিনি খুব প্রিয় নেতা ছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নাম ছিল আবদুল্লাহ আল নোমান।

রাজনীতির জন্য নোমান অনেক ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ বিএনপির মহাসচিব বলেন, জেলে গেছেন বারবার। এমনকি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। তার এই অবদান দেশের মানুষ কখনও ভুলবে না।

১৯৭১ সালে তার অবদান, জাতিগঠনে ক্ষেত্রে আবদুল্লাহ আল নোমানের অবদান আমরা কখনও ভুলতে পারবো না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আবদুল্লাহ আল নোমান চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হবে। তার মতো ত্যাগী ও প্রগতিশীল মানুষের যখন সবচেয়ে বেশি দরকার, তখন তার চলে যাওয়া মেনে নেওয়া যায় না।

মির্জা ফখরুল বলেন, আমার আজকে অত্যন্ত শোকাহত। সত্যি কথা আজকে আমার আমাদেরকে একজন অভিভাবক, একজন হৃদয় ও প্রিয় মানুষকে হারিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top