বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


‘জনজীবনে নিরাপত্তাহীনতা ও মব সন্ত্রাসের দায় সরকারকেই নিতে হবে’


প্রকাশিত:
৫ মার্চ ২০২৫ ১৭:২৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৪

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাস ও মব সন্ত্রাসে জনজীবনে আতঙ্ক বাড়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজনৈতিক দলটি বলছে, সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা সংকটের কথা স্বীকার না করলেও দিন দিন জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকেই নিতে হবে।

বুধবার (৫ মার্চ) সংবাদ মাধ্যমে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, তথ্যে দেখা যাচ্ছে জনজীবনের সংকট বেড়েছে অথচ সরকার প্রধান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ‘অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি’। আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এ সময় যেসব ঘটনা ঘটছে, এগুলো কি অপরাধ নয়? ‘পরিস্থিতির উন্নয়ন ঘটছে’- সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য যেদিন পত্রিকায় প্রকাশ পেয়েছে, ওই দিনই পত্রিকার প্রথম এবং শেষ পৃষ্ঠা জুড়ে সারা দেশে খুন-সন্ত্রাস-ধর্ষণের খবরও ছাপা হয়েছে।

আরও বলা হয়, গতকাল ৪ মার্চ সরকারের একজন উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে বললেন, ‘মব জাস্টিস’ ও ‘মোরাল পুলিশিংয়ের’ কোনো সুযোগ এ দেশে নেই। ওই দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে গুলশানের একটি বাড়িতে ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হলো।

তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কারণ হলো—চোখবুজে অন্তর্বর্তীকালীন সরকারের ‘মব সন্ত্রাস’ চলতে দেওয়া। এদের আইনের আওতায় না আনা। এর আগেও এ ধরনের অসংখ্য কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। এমনকি বাংলাদেশ এবং তার ইতিহাস ঐতিহ্যের অংশ ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়েছে। সরকার এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি। ‘সরকার না চাইলে বা প্রশ্রয় না থাকলে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না’—এই বিখ্যাত উক্তি সর্বজনীন স্বীকৃত।

দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, অতীতের সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার জোর দাবি জানানো হচ্ছে। জনজীবনসহ জান-মালের নিরাপত্তায় সারা দেশের বিবেকবান মানুষকে নিজে নিজে এলাকায় ঐক্যবদ্ধ হওয়ার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top