৬ মে সকালে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢলে দুর্ভোগের শঙ্কা
 প্রকাশিত: 
 ৪ মে ২০২৫ ০৭:৫৪
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:১১
 
                                যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন আগামী মঙ্গলবার (০৬ মে)। ওইদিন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ৬ মে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন।’
এদিকে বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে নানা পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
এরআগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা থাকলে সে সিদ্ধান্ত বদল হয়েছে। সোমবার আসার কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি মহাসচিবের নির্দেশে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (০৬ মে)।
এদিকে খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রার দিনের মতো ফেরার দিনেও নেতাকর্মীদের ঢল নামবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তায় নেতাকর্মীরা অভ্যর্থনায় থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় বিপুল নেতাকর্মী সড়কে থাকায় স্বাভাবিকভাবেই যানজট তৈরি হবে। এতে ভোগান্তি বাড়ার আশঙ্কা আছে।
শনিবার দলের যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাকর্মীদের যানজট সৃষ্টি না করে এক হাতে জাতীয় পতাকা, অন্যহাতে দলীয় পতাকা নিয়ে রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে আসা বিমানের ফ্লাইট বিমানবন্দরে নামার আগে-পরে নিচের সড়ক এড়িয়ে এলিভেডেট এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: