বৃহঃস্পতিবার, ২২শে মে ২০২৫, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২


ফের দলের নাম পরিবর্তন করলেন রফিকুল আমীন, জানালেন কারণ


প্রকাশিত:
১৪ মে ২০২৫ ১৪:৩২

আপডেট:
১৪ মে ২০২৫ ১৪:৩৬

ছবিঃ মামুন রশিদ

ছবিঃ মামুন রশিদ

‘আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালেই আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাও করেছি। ‌ পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে , তাদের দলের নাম আম জনতা দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমাকে তারা বিষয়টি খুলে বলেছে। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম আমি পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আম জনগণ পার্টি নামকরণ করেছি।’

বুধবার (১৪ মে) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এসব কথা বলেন।

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে রফিকুল আমীন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।
তিনি বলেন, দেশের মধ্যে অবিচার জুলুমের শিকার যারা তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই বিষয়গুলো আমরা নির্মূল করতে চাই। ঢাকার জেলে এরকম অসংখ্য মজলুম আছে যারা, বিনা অপরাধে জেল খেটে যাচ্ছে। তাদের প্রতি অবিচার করা হচ্ছে, আমি নিজে সাক্ষী এরকম অসংখ্য মানুষের। তাদের কাছে আমি কথা দিয়ে এসেছি আমি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করবো, যার মাধ্যমে এসব বজলুম মানুষের কথা উঠে আসবে, এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমার কাছে তালিকা চাইলে আমি তালিকা দিতে পারবো, ঢাকা জেলে এমন অসংখ্য মানুষ বিনা অপরাধে জেল খেটে যাচ্ছে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top