‘ভারতের ট্রানজিট সুবিধা স্থগিত করুন, আ.লীগের খুনিদের পুশ-ইন করুন’
প্রকাশিত:
১৯ মে ২০২৫ ১৬:২৩
আপডেট:
১৯ মে ২০২৫ ১৯:০৯

বাংলাদেশে ভারতের অবৈধ এবং অমানিবক পুশ-ইন এবং ভারত সৃষ্ট বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার জন্য জনতা পার্টি বাংলাদেশ দাবি জানিয়েছে। দলটির নেতারা ভারতে অবৈধভাবে আশ্রিত আওয়ামী লীগের খুনি রাজনীতিবিদদের পুশ-ইন করতে ভারতের দৃষ্টি আকর্ষণ করেন।
সোমবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পুশইনের বিরুদ্ধে জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
এতে প্রধান অতিথির ভাষণে মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, অবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হোক। তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় শ্রমিকদের পুশব্যাক করার দাবি জানান।
সভাপতির ভাষণে জনতা পার্টি বাংলাদেশ-এর নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন উল্লেখ করেন, এখনই সময় এসেছে ভারতের এই নিষ্ঠুর পুশ-ইন থামানোর। একাত্তরের এবং চব্বিশের চেতনায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র। কারও করদ রাজ্য নয়। আমরা ভারতীয় জনগণের বন্ধুত্ব, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু ভারতের আধিপত্যবাদী রাজনীতিকে ঘৃণা করি।
জনতার পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, ভারতীয় বাংলাভাষী এবং রোহিঙ্গা শরণার্থীদের পুশ-ইন করা হচ্ছে। যেমনিভাবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের পুশ আউট করছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদশ থেকে ভারতে স্থলপথে রফতানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে। ত্রিপুরায় পণ্য পাঠাতে হলে কলকাতা হয়ে পাঠাতে হবে। অথচ বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার কলকাতা থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পাঠাতে ট্রানজিট ও বন্দর ব্যবহার সুবিধা দিয়ে রেখেছে। অবিলম্বে এসব সুবিধা স্থগিত করা দরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা সাবেক এমপি শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ড. ফরহাত হোসেন, আউয়াল ঠাকুর, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান এম এস ইউসুফ, গ্রীন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হক, নজমুল হাসান, মেজর (অব.) ইমরান, জাকির হোসেন লিটু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জনতার পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা।
আপনার মূল্যবান মতামত দিন: