রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হলেন ডা. রফিকুল ইসলাম


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ০০:০৭

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২০ ১৪:৫২

ডা. রফিকুল ইসলাম। ছবি সংগৃহীত

ডা. রফিকুল ইসলাম। ছবি সংগৃহীত

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলোজি বিভাগের চিকিৎসক।

এই পদে এর আগে ছিলেন ডা. মীর ফাওয়াজ হোসেন শুভ। কিন্তু তিনি নিষ্ক্রিয় থাকার কারণে আগেই পদটি শূন্য ঘোষণা করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহসাচিব রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদ খালি থাকায় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের জন্য চিঠি দেয়া হয়েছে।

রিজভী আরও জানান, রফিকুল ইসলামকে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক করার এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top