৩ মাসের মধ্যেই নির্বাচন দেয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস: ফারুক
 প্রকাশিত: 
 ২ জুন ২০২৫ ০৮:৫৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:১৮
 
                                আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এটি জনগণও চায়। কিন্তু এর মধ্যে বিএনপিকে মাইনাস করার কোনো পাঁয়তারা থেকে থাকলে তার জবাব বিএনপির হাজারো কর্মী দেবে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
সোমবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জয়নুল আবদীন ফারুক বলেন, তিন মাসের মধ্যেই নির্বাচন দেয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস। সে জায়গায় কেন সাড়ে নয় মাসেও নির্বাচন দেয়া সম্ভব হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি। করিডর দেয়া বা সচিবালয়ের অধ্যাদেশ জারিসহ এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে নির্বাচিত সরকার। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বৃহৎ দল বিএনপির সমালোচনায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। সমালোচনা বাদ দিয়ে দ্রুত সংস্কার করে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: