পালানোর সুযোগ থাকবে না, কাকে বললেন ইশরাক?
 প্রকাশিত: 
 ১৭ জুন ২০২৫ ০৭:৫৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৫
 
                                আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও এখনো শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আইনি জটিলতার কথা বলা হলেও ইশরাক তা মানতে নারাজ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
এবার শপথ না পড়ানোর কারণে কোথায় কোথায় আইন লঙ্ঘন করা হচ্ছে, কারা একসঙ্গে জড়িত তাদের বিষয়েও কথা বললেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব লিখে তিনি বলেছেন, বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায়ে পালানোর সুযোগ থাকবে না।
পোস্টে ইশরাক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে সেই স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের জানাই শুভ সকাল। অবশ্যই প্রতিটা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে।
তিনি আরও লিখেছেন, আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবী পাওয়া অনেক দূরের কথা। দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও। বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায় পালানোর সুযোগ থাকবে না।
ইশরাক বলেছেন, যে কয়টা আইন ভঙ্গ, সংবিধান লঙ্ঘন, আদালত অবমাননা, সরকারি চাকরির আচরণবিধি ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ স্পষ্ট পাওয়া গিয়েছে তার তালিকা। তবে এটা আরও বৃদ্ধি পেতে পারে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: