দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিন: বিএনপি নেতা জাহিদ
 প্রকাশিত: 
 ২১ জুন ২০২৫ ১০:৪৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৪
 
                                দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জনগণের শক্তিতে বিশ্বাস করতে হবে।
জাহিদ হোসেন বলেন, গুটিকয়েক মানুষ যেভাবে বলবে দেশ সেভাবে চলতে পারে না।
আওয়ামী লীগ ১৯৭১ সালেও পালিয়েছে, ২০২৪ সালেও একই কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান সমস্যা দেখে পালিয়ে যাননি বরং তার সমাধান করেছেন। তাঁর সততা ও দেশ প্রেম ছিল প্রশ্নহীন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি জন আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলে বলেই তারা রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য ৩১ দফা প্রণয়ন করেছে। জাতিকে ছোট করার জন্য সব ধরনের কাজ করছে বিগত আওয়ামী সরকার। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি চর্চা করে। তারা বিএনপির চেয়ারপারসনের ওপর অনেক নির্যাতন চালিয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলেন জানান জাহিদ হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমানের ক্ষমতার কোনো মোহ ছিল না। তার শাসনামলে প্রথম চাল রপ্তানি হয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েই তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: