নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না: মির্জা আব্বাস
 প্রকাশিত: 
 ২৯ জুন ২০২৫ ১০:০২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫২
 
                                বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। তাই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না।
আজ রোববার (২৯ জুন)সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। নির্বাচন নিয়ে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও জানান তিনি।
এসময়, মির্জা আব্বাস দ্রুত স্ংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: