বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


‘গণঅভুত্থান’ সরকারের কেও কেও লুটপাট করে বেহুশ হওয়ার দশা: ইশরাক


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ১১:৪০

আপডেট:
৩ জুলাই ২০২৫ ১৯:৩০

ছবি সংগৃহীত

দুইদিন ধরে আসা ‘গণঅভুত্থান’ সরকারের কেও কেও লুটপাট করে বেহুশ হওয়ার দশা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ১১টার দিকে নিজের সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো । অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্যে যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান।

তিনি আরও বলেন, তাদেরকে কেও মেথর বলে হেয় করলে আমরা জনগণের মেথর হিসাবে তাদের জন্যে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মেথর সাহেবেরা হালাল ভাবে খেটে খায় । আর দুইদিন যাবৎ আসা ‘গণঅভুত্থান’ সরকারের কেও কেও লুটপাট করে বেহুশ হওয়ার দশা।

এছাড়া পোস্টে এআই দিয়ে তৈরি নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, ইশরাক হোসেনের গায়ে ময়লা ও ছেড়া টিশাট পড়া। হাতে রয়েছে ঝাড়ু। কাধে একটি বস্তা, সেটিতে প্লাষ্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা ভর্তি।

পোস্টের কমেন্টে সেকশনে নেটিজেনরা ইশরাকের হোসেনের এই ছবি জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে করেছেন ব্যঙ্গ। এর মধ্যে রায়হান গাজী নামে একজন লিখেছেন, ভালোবাসা আরও বেড়ে গেলো। আর এইচ লাভলো নামে আরেকজন লিখেছেন, এডিটিং না দিয়ে বাস্তবে এরকম একটা ফটো দেন।

ডিএম/সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top