সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে: বিএনপি


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১২:৩৯

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ১৬:১৯

ছবি সংগৃহীত

মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিএনপি এবং তার শীর্ষ নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।

সোমবার (১৪ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফখরুল।

তিনি বলেন, সম্প্রতি সংঘটিত এক মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সম্পূর্ণ অন্যায়ভাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব জনাব তারেক রহমানের চরিত্রহননের ঘৃণ্য অপচেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বা উপস্থিতির কোনো প্রমাণ ছাড়াই যেসব ব্যক্তির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আজীবনের জন্য বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, একটি বিবেকবান রাজনৈতিক দল হিসেবে আমরা শুরু থেকেই এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছি এবং দোষীদের শাস্তির দাবি করেছি।

মির্জা ফখরুল দাবি করেন, নিহত সোহাগের পরিবারের সদস্যরাও এজাহারে নাম থাকা কয়েকজনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, যারা হত্যাকাণ্ডে জড়িত নন, এমন তিনজনের নাম এজাহারে যুক্ত হয়েছে। অথচ প্রকৃত অপরাধীদের এখনো চিহ্নিত করা হয়নি এবং তাদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

ফখরুল বলেন, দুঃখজনক হলেও সত্যি, এই হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছে, তাদের কাউকেই এখনও গ্রেফতার করা হয়নি। এমনকি তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতিও নেই।

তিনি অভিযোগ করেন, এই ইস্যুতে বিএনপির স্পষ্ট অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, শালীনতা ও চরিত্রহননের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করা হোক। সেইসঙ্গে রাজনৈতিক স্বার্থে এই ধরনের নৃশংস ঘটনাকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top