‘যারা পরিবেশকে ধ্বংস করবে তারা বিএনপির মনোনয়ন পাবে না’
 প্রকাশিত: 
 ২৬ জুলাই ২০২৫ ১৫:০১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২২
 
                                নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পরিবেশকে ধ্বংস করবে, নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না।
শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব নিয়ে মেনিফেস্টো টক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।
আমীর খসরু বলেন, ‘রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। শেখ হাসিনা পালানোর পর জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা কোনো রাজনৈতিক দল ধারণ করতে না পারলে সেই দলের ভবিষ্যৎ নাই।’
বিএনপি পক্ষ থেকে পরিবেশকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পুরো দেশের খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। পানির প্রবাহকে নিশ্চিত করতে খাল খনন খুবই জরুরি। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘অনেক মাছ, পাখি ও গাছপালা দেখে আমরা বড় হয়েছিলাম তা এখন আর নাই। প্রকৃতিকে ফিরিয়ে আনতে কাজ করতে হবে। পরিবেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানে কাজ করবে বিএনপি।’
পরিবেশের ক্ষেত্রে তরুণ ও অবসরপ্রাপ্তদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘বিগত সময়ে গণতন্ত্র না থাকায় রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় ছিল না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা বলছি এটা আগে দেখা যায়নি। এটাই গণতন্ত্র। রাজনীতির সংস্কৃতি পরিবর্তন না করতে পারলে ১০০ সংস্কার করেও লাভ নেই।’
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: