মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, বিএনপির ২ নেতা বহিষ্কার
 প্রকাশিত: 
 ৩০ জুলাই ২০২৫ ০৬:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:১৯
 
                                ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।
হামলার শিকার মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের দিন সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়িতে ফেরার সময় হামলার শিকার হোন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়িটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
পরদিন ১৩ জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে ফলাফল স্থগিত করেন। ওই দিনই জেলা বিএনপি সভা ডেকে এ ঘটনা জড়িত দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গত ১২ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।
ডিএম /সীমা

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: