শোককে শক্তিতে রূপান্তর করতে হবে: গণঅভ্যুত্থান স্মরণে আমিনুল হক
প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ২০:৫৬
আপডেট:
৩১ জুলাই ২০২৫ ২০:০৪

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নারকীয় আশুলিয়ার ঘটনায় শহীদদের স্মরণে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা শহীদ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। যারা দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।’
বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা ইপিজেড নবীনগর পল্লী বিদ্যুৎ মাদরাসার সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় আমিনুল হক বলেন, ‘দেশের অভ্যন্তরে ও বিদেশ থেকে এখনো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় - তাদের প্রতিহত করতে হবে। আজকের সমাবেশ থেকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় জনগণের ওপর প্রভাব বিস্তার করেছে, আপনারা কেউ বিএনপির নাম ভাঙিয়ে সে ধরনের আচরণ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আমাদের বলেছেন, জনগণের পাশে থাকতে। তাই জনগণের মতামত নিয়ে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। আমরা আজও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্তি পেলেও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছালেও সেটির পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি।’
আপনার মূল্যবান মতামত দিন: