জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনও আমন্ত্রণ পায়নি বিএনপি
 প্রকাশিত: 
 ৪ আগস্ট ২০২৫ ১১:১৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২৬
 
                                মানিক মিয়া অ্যাভিনিউতে ৫ আগস্টের ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে এখনও দাওয়াত পায়নি বিএনপি।
সোমবার (০৪ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।
জুলাই ঘোষণাপত্র নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত আর কোনো আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের সেখানে তারা ২৬শে মার্চকে উপস্থাপন করতে চাননি। এরসাথে দ্বিমত পোষণ করেছে বিএনপি।
তিনি বলেন, আমরা বলেছি, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেব চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে, ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: