জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামায়াতের সমাবেশ শুরু
 প্রকাশিত: 
 ১৩ আগস্ট ২০২৫ ১৪:১০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২২:০৫
                                ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় সমাবেশের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
এরপর সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা পরিবেশন করেন ইসলামি সঙ্গীত।
সমাবেশটি সঞ্চালনা করছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা এ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: