হামলা-মামলা-নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি
 প্রকাশিত: 
 ২৮ আগস্ট ২০২৫ ১১:৪২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২৫
 
                                বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলনে বারবার জেলে গিয়েছি। হামলা-মামলা, নির্যাতন এমনকি আমার বাড়িতেও হামলা হয়েছে। আমরা যত বেশি প্রতিবাদ করেছি, ততবার গ্রেফতার হয়েছি। কিন্তু কখনোই গ্রেফতারকে ভয় পাইনি। আমরা কখনো শেখ হাসিনার কাছে মাথানত করিনি।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘১৭ বছর আন্দোলন-সংগ্রামের কারণে আমরা জেলা বিএনপিকে সেভাবে গুছিয়ে তুলতে পারিনি। আমি দায়িত্ব নেওয়ার পরই শুরু হয় আন্দোলনের পিক টাইম এক দফা আন্দোলন শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে। এই সময় চন্দ্রগঞ্জসহ জেলার বিভিন্ন ইউনিটে বহু নেতাকর্মী গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভা রক্তে রঞ্জিত হয়েছে। তারপরও আমরা একে অন্যকে ছেড়ে যাইনি।’
তিনি বলেন, ‘হাসিনার কাছে কখনো মাথানত করিনি। সন্ত্রাস, অত্যাচার ও নির্যাতনের মাঝেও বীরদর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে, সাবু মিয়ার বাড়িতেও হামলা হয়েছে তবুও পালিয়ে যাইনি। বহু এসপি-ডিসির রক্তচক্ষু দেখেছি, গডফাদার তাহের বাহিনীর চোখ রাঙানি আমাদের কাছে কোনো বিষয় ছিল না। সব সময় তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৌরসভায় নেতৃত্ব দিয়ে এসেছি।’
সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান এবং জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।
প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলন। এর আগে, ২০২২ সালের ২৯ অক্টোবর কোনো সম্মেলন ছাড়াই পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: