যৌথ নদী কমিশন নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন মেজর হাফিজ
 প্রকাশিত: 
 ৩০ আগস্ট ২০২৫ ১৪:৩১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:৩০
                                প্রতিবেশী দেশ ভারত সব সময় যৌথ নদী কমিশনকে উপেক্ষা করে চলেছে উল্লেখ করে তোপ দাগলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘কমিশনের বৈঠকটিগুলোতে ভারত সবসময় অনীহা দেখাতো। তাই আমাদের (বাংলাদেশ) উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া।’
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের পানি সংকট এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, ‘ভারতের অগণিত বাঁধ নির্মাণে বাংলাদেশের নদীর নাব্যতা কমে গেছে। শুধু ফারাক্কা বাঁধ নির্মাণে বাংলাদেশের ২০টি নদী মৃত হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অদূরদর্শিতা, বাংলাদেশের নদী ধ্বংস ও সীমান্তে জমি হারানোর প্রধান কারণ ভারতের এই অনীহা। বাংলাদেশের উচিত ১৯৯৭ সালে জাতিসংঘের পানি কনভেনশনে স্বাক্ষর করা।’
সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোস্তফা আলী।
সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, রাজনীতিবিদ সাইফুল হক, সাংবাদিক আবু সাঈদ খান, অধ্যাপক আব্দুস সাত্তার, প্রকৌশলী বি. ডি রহমত উল্লাহ, জামসেদ আনোয়ার তপন, খুরসিদ আলম স্বপন, এম. এ ওয়াহাব, ইসরাত জাহান প্রমুখ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশে অনেক নদীর উপর বিভিন্ন প্রকল্প নির্মাণে নদী তার রূপ হারিয়েছে। ভারতের বাঁধের কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের নদ-নদীগুলো। বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত অনেক প্রকল্পই নদী জলাশয় ধ্বংসের অন্যতম কারণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নদী দখল ও দূষণের কারণে নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছি।’ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলমের এক খোঁচায় সুন্দরবন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলেও এসময় অভিযোগ করেন আনু মুহাম্মদ।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: