ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
 প্রকাশিত: 
 ১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৭:৩২
 
                                বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবন চত্বরে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক হেদায়েতুৃল ইসলাম সোহেল, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, তাতিদলের সভাপতি বাচ্চু হাসান খান, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজাসহ জেলা বিএনপি সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দুই হাজারেরও বেশি নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। শোভাযাত্রায় দলীয় এবং দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন করা হয়।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: