বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নেবে, প্রশ্ন রিজভীর
 প্রকাশিত: 
 ২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৭:৩২
 
                                জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের ‘প্রোটেকশন’ দেওয়ার কাজ বিএনপির নয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির এসব কথা বলেন। ওই সভার আয়োজন করে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’। এরআগে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলেছিলেন, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির।
শামীম পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনও তো সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি (শামীম) কিসের দায় দায়িত্বের কথা বলছেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন। তখন জাতীয় পার্টি কোথায় ছিল?
রুহুল কবির রিজভী বলেন, ‘কে রাজনীতি করবে, আর কে করবে না; এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না। উশৃঙ্খলায় বিশ্বাসী নয় বিএনপি।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিল না। সেই নির্বাচনে যাবো না, যাবো না করতে করতে আপনারা (জাতীয় পার্টি) গেলেন। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর, প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। বিএনপি নির্বাচনে আসুক, সেটা শেখ হাসিনা চাননি। সেদিন জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে?
রুহুল কবির আরও বলেন, ‘১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক সংবাদপত্র প্রয়াত জিয়াউর রহমান লিখেছেন। এগুলো আমরা দেখেছি। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাঁকে শহীদ করা হলো, তাঁর নামের আগে দিচ্ছেন প্রয়াত। শহীদ কথাটা তাঁর নামের আগে দেন না, স্বাধীনতার ঘোষক কথাটা দেন না।’
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: