নাবিলের উদ্ভাবনে মুগ্ধ তারেক রহমান, দিলেন শুভেচ্ছা উপহার
 প্রকাশিত: 
 ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪
 আপডেট:
 ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
 
                                ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিল উদ্ভাবন করেছেন পানি, বাতাস ও মাটির দূষণ নির্ণায়ক একটি স্মার্ট সেন্সর সিস্টেম এবং তরুণদের সুরক্ষায় ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ নামের একটি অ্যাপ। এরই মধ্যে তার নেতৃত্বে গঠিত 'বিবিএক্স রোভার টিম' আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি অর্জন করেছে।
নাবিলের এই মেধাসম্পন্ন উদ্ভাবনে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভিনন্দন জানান এবং একটি বিশেষ শুভেচ্ছা উপহার পাঠান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়ায় এসে ক্ষুদে বিজ্ঞানী আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম আরিয়ানের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
জানা গেছে, আগামী মাসে এ তিন ক্ষুদে বিজ্ঞানী মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নিতে যাবেন।
এ সময় সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আজ ব্রাহ্মণবাড়িয়ায় এসেছি। তারেক রহমান জানতে পেরেছেন, এখানকার এক ছাত্র নাবিল এমন একটি অ্যাপস ও সেন্সর সিস্টেম উদ্ভাবন করেছে, যা পানি, বাতাস ও মাটির দূষণ নির্ণয়ে সক্ষম। ছেলেটি এখনো এসএসসি পরীক্ষার্থী, অথচ তার চিন্তার পরিধি এতটা বিস্তৃত! বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে ভাবছে একজন স্কুলছাত্র এটি অত্যন্ত প্রশংসনীয়।
রুহুল কবির রিজভী আরও বলেন, তারেক রহমান নাবিলের কাজের কিছু ভিডিও দেখে আপ্লুত হয়েছেন এবং আমাদের পাঠিয়েছেন শুভেচ্ছা জানাতে ও অনুপ্রেরণা দিতে। আমরা নাবিলের সঙ্গে দেখা করে মুগ্ধ হয়েছি। কলেজপাড়া এলাকার এই কিশোর শুধু প্রযুক্তি উদ্ভাবনই করছে না, সে মঙ্গল গ্রহে বৃক্ষরোপণের ধারণা নিয়েও গবেষণা করছে। নাবিলদের এই পথচলা যেন আরও অনেক দূর এগিয়ে যায়, সে কামনায় তারেক রহমানের পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: