হাসপাতালে নুরের শয্যাপাশে ডাকসুর নতুন নেতারা
 প্রকাশিত: 
 ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:২৫
                                সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদসহ অন্যরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
সেখানে জানানো হয়, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।’
একটি ছবিতে দেখা যায়, নুরের শয্যাপাশে বসে তার সঙ্গে কথা বলছেন নবনির্বাচিত নেতারা। অন্য একটি ছবিতে মোনাজাতরত অবস্থায় সাদিক কায়েম ও ফরহাদদের কাঁদতে দেখা যায়।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ডাকসুর নির্বাচন। তাতে শীর্ষ তিনটি পদসহ ২৩টিতেই জয় লাভ করে ইতিহাস সৃষ্টি করে ছাত্রশিবিরের প্যানেল।
এদিকে গত ২৯ আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার শিকার হন নুর। মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। দুই সপ্তাহ ধরে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: