বিএনপি নেতা মঈন খান হাসপাতালে ভর্তি
 প্রকাশিত: 
 ১৬ মে ২০২২ ১৬:৪২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫২
 
                                অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
রোববার (১৫ মে) বিকেল পৌনে ৫টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজকে তার সংসদীয় আসন নারায়ণগঞ্জ-রূপগঞ্জের জিন্দাপার্কে ছাত্রদলের একটি কর্মশালায় অংশ নেন মঈন খান। সেখানে দীর্ঘ সময় বক্তব্য রাখেন। এ সময় গরমে অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে ডা. আতিকুর রহমানের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।
ডিএম/তাজা/২০২২

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: