শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আ. লীগ নিজেদের নির্বাচিত দাবি করে দেশ শাসন করছে : ড. কামাল


প্রকাশিত:
৭ মার্চ ২০২১ ০০:১৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৬:৩৫

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। ফাইল ছবি

গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ নিজেদের নির্বাচিত দাবি করে দেশ শাসন করছে। তিনি বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে দেশ এখন দুঃশাসন ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সামনে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

শনিবার (০৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ড. কামাল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের নির্বাচিত দাবি করে দেশ শাসন করছে। তাদের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস ও সমর্থন নেই।’

তিনি আরও বলেন, ‘জনবিচ্ছিন্ন এ সরকার জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতা দীর্ঘায়িত করার অপকৌশল হিসেবে বিভিন্ন কালাকানুন জারি করেছে।’ ডিজিটাল নিরাপত্তা আইন তারই অংশ বিশেষ বলেও মন্তব্য করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top