নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই
প্রথম বুলেটটা নিতে বুক পেতে দেব, পালাব না: ইশরাক
 প্রকাশিত: 
 ১০ মার্চ ২০২১ ২০:৪১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২২
 
                                দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, আমি আপনাদের কথা দিচ্ছি- এই আন্দোলন সংগ্রাম সফল করতে এই সরকারের পতন ঘটাতে প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমার বুক পেতে দেব। পেছন দিয়ে পালিয়ে যাব না।
বুধবার (১০ মার্চ) বিকালে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশে তিনি একথা বলেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলা ও সাজা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমি আপনাদের বলতে চাই, তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা এই সাম্রাজ্যবাদী শক্তি মেনে নেব না। স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা নিজেদের মধ্যে মারামারি, ক্ষমতায় যাওয়ার যে একটা লালসা সেখান থেকে বিবাদ, বিভাজন, বিরোধ, মারামারি, হানাহানি করছি। এখানে লাভ কার হচ্ছে?
গেরিলা মুক্তিযোদ্ধা ও অভিবক্ত ঢাকা সিটির সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকাপুত্র ইশরাক হোসেন আরও বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আজও লজ্জিত। কারণ আমরা নতুন প্রজন্ম এখনো ভোটের অধিকার ও গণতন্ত্র খুঁজে বেড়াই।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: