সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


সাকিব কেন ‘পাঁচে’ জানালেন শান্ত


প্রকাশিত:
৩ মার্চ ২০২৩ ০২:১৭

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৭

ফাইল ছবি

২০১৭ সালের পর থেকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৩ নম্বরে ব্যাট করে থাকেন সাকিব আল হাসান। আর ব্যাট হাতে বেশ সফল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে ইংল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব ব্যাট করেছেন ৫ নম্বরে। ঠিক কি কারণে এই পজিশনে খেলেছেন সাকিব সেটা ছিল সকলের অজানা।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত জানালেন হয়তো ডান-বাম কম্বিনেশনের কারণেই সাকিবের ৫ নম্বরে নামা। শান্ত বলছিলেন, ‘না, স্পেসিফিক ওরকম কোন কারণ নেই। তবে আমার মনে হয় লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড একটা কম্বিনেশন ছিল- মুশফিক ভাই আর সাকিব ভাইয়ের। সেকারণে উনি (সাকিব) পাঁচে গেছেন, মুশফিক ভাই চারে আসছে।’

এদিকে তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ওপেনার ৮২ বল খেলে ৬ চারে বরেছেন ৫৮ রান। অন্যদিকে ইংল্যান্ডের তিনে নামা ডেভিড মালান খেলেছেন ম্যাচজয়ী ১১৪ রানের ইনিংস।

মালানকে নিয়ে শান্ত জানান, ‘অবশ্যই স্কিলটা তো আছেই। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাথে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে, কাকে বড় শট খেলবে কাকে খেলবে না। মিরাজের ক্ষেত্রে ও ঝুকি নেয়নি আবার তাইজুলের ক্ষেত্রে দুই একটা ওভার সুযোগ নিয়েছে। প্রতিভা তো আছেই, আমার মনে হয় সঙ্গে ও অভিজ্ঞতাটাও দেখিয়েছে।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top