বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


১২২ রানের ইনিংস খেলে যত রেকর্ড গড়লেন বাবর আজম


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২১ ২০:৫৮

আপডেট:
২ মে ২০২৪ ১৯:৫৩

বাবর আজম। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ফর্ম ধারাবাহিক রেখেছেন টি-টোয়েন্টি সিরিজেও। বুধবার রাতে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে অতিমানবীয় এক ইনিংস খেললেন বাবর।

আইপিএলে বুঁদ দর্শকরা অবশ্য মিস করবেন বাবরের সেই ইনিংস। মাত্র ৫৯ বলে ১২২ রানের টর্নেডো ইনিংস খেলে দ. আফ্রিকার ছোড়া ২০৪ রানের পাহাড়সম লক্ষ্য পাড় করেন বাবর। ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় পাকিস্তান। সেটাও ২ ওভার হাতে রেখে।

আর এমন টর্নেডো ইনিংস খেলে দল জিতিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক। এর মধ্যে দুটি রেকর্ড দলগত।

একটি হচ্ছে - টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতে রেকর্ড গড়ল পাকিস্তান। এর আগের রেকর্ডটি ছিল ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় জয়। যা এটা সিরিজেরই প্রথম ম্যাচে হয়েছিল।

এছাড়া ২০৪ রানের তাড়ায় উদ্বোধনী জুটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জুটি গড়েন ১৯৭ রানের। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে যা সর্বোচ্চ রেকর্ড।

এ তো গেল দলীয়, ব্যক্তিগতভাবেও স্বদেশি তারকা আহমেদ শেহজাদের দুটি রেকর্ড ভেঙে দিয়েছেন বাবর।

একটি হলো - টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডের মালিক এখন বাবর। আগের রেকর্ডটি ছিল আহমেদ শেহজাদের, ১১১ রান। বুধবার সেঞ্চুরিয়নের বাবর খেললেন ১২২ রানের ইনিংস।

দ্বিতীয়ত বুধবার ৪৯ বলে সেঞ্চুরি পূরণ করেছেন বাবর। এটিও টি-টোয়েন্টতে পাকিস্তানের পক্ষে দ্রুততম। এখানেও আহমেদ শেহজাদ পেছনে পড়ে গেছেন। ৫৮ বলে সেঞ্চুরি করে যিনি এত দিন পাকিস্তান ব্যাটারদের মধ্যে শীর্ষে ছিলেন।

প্রসঙ্গত কাগিসো রাবাদা, আরনিক নর্তে আইপিএল খেলতে এখন ভারতে। যে কারণে অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে পাকিস্তানের বিপকে টি-টোয়েন্টি সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা।

তার খেসারত দিতে হচ্ছে তাদের। জর্জ লিন্ডে, বিউরেন হেনড্রিক্সরা বাবরের দাপুটে ব্যাটিংয়ে আসলে পাত্তাই পাচ্ছেন না।

ব্যাট হাতে ২০৪ রান করলেও রিজওয়ান-বাবরদের কাছে যে এ লক্ষ্যও নস্যি তা বোঝাই যাচ্ছে।

তথ্যসূত্র: ক্রিক ইনফো



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top