সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১


ইংরেজদের বাংলাওয়াশ করায় দর্শকদের আনন্দের জোয়ার


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৩ ০০:৫১

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৮

ছবি সংগৃহিত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দিল বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে কেউই ভাবেননি এমনটাও সম্ভব। তবে ইতিহাস ধরা দিল, হ্যাঁ এভাবেও দেখিয়ে দেওয়া যায়। বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে স্রেফ মাটিতে নামিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিল বাংলাদেশ। আর এমন জয়ের পর দর্শকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জস বাটলারের দলকে ১৬ রানের ব্যবধানে পরাজিত করেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের এমন ধবলধোলাই করার দিনে শেরে-ই বাংলায় খেলা দেখতে আশা দর্শকদের মনে বইছে আনন্দের জোয়ার।

খেলা শেষে দর্শকদের মনে ছিল যেন ঈদের আনন্দ। মাঠ ত্যাগ করার সময় স্লোগানে মুখরিত ছিল স্টেডিয়াম প্রাঙ্গন। মাঠের দর্শকদের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল 'তাসকিন, তাসকিন'। আবার কখনো 'লিটন-লিটন'। মাঠ ত্যাগ করার সময় রনি নামের এক দর্শক বলছিলেন, ' ইংরেজদের হোয়াইটওয়াশ করতে পেরে দারুণ খুশি। এই জয় যদিও প্রত্যাশিত ছিল না, তবে আমরা পেরেছি।'

কায়সার নামের একজন বলছিলেন, 'প্রথমবার সিরিজ হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশ। ভাবা যায় বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে আমাদের সাকিবরা। এমন অনূভুতি অনেক বছর পর পেলাম, বলতে পারেন ২০১৫ সালের পর এতো ভালো লাগছে। সাকিব ভাইকে অনেক ধন্যবাদ এমন দল হয়ে জয় উপহার দেওয়ার জন্য।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top