সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


আক্রমণের মন্ত্রেই বিশ্বাসী হাথুরু


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ২১:০৮

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২২

ছবি সংগৃহিত

ইংল্যান্ড সিরিজের আগে দ্বিতীয় দফায় প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দায়িত্ব নেওয়ার পর হাথুরুর অধীনে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ দল। যে কারণে প্রধান কোচ হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশ দলে কি বদলেছে এই সময়ে।

রোববার চট্টগ্রামে সংবাদ সম্মলনে হাথুরুসিংহে জানালেন খেলোয়াড়দের মধ্যে খুব বেশি কিছু বদলায়নি। তবে ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা বদলেছে, ‘খেলোয়াড়দের মধ্যে কী বদলেছে? একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিং রুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মনস্তাত্ত্বিকভাবে নির্ভার রাখতে দলকে। ’

হাথুরু যোগ করেন, ‘তাদের বলেছি, শুধু রেজাল্টের জন্য তাদের মূল্য কমে যাবে না। তারা একই ক্রিকেটার থাকবে, আমরা একই মানসিকতায় দেখছি, তারা মূল্যবান। আমরা তাদের নিয়েছি স্কিলের জন্যই। এটা ছাড়া কিছুই বদলায়নি, জানি না আগে কী হয়েছে; কিন্তু তাদের স্কিল একই।'

বাংলাদেশ দলের ভেতরে-বাইরে বইছে অন্যরকম আবহাওয়া, এটা কি নতুন যুগের শুরু? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘আমি এটাকে নতুন যুগ হিসেবে দেখছি না। আমরা সামনেও এভাবেই নিজেদের ক্রিকেট খেলতে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবো না।

আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, আমি সবসময় বলি এটার মানে এই না যে গিয়েই মারতে হবে। সবদিক থেকেই আমরা আক্রমণাত্মক। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, বডি ল্যাঙ্গুয়েজে, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমরা আক্রমণাত্মক। ট্যাকটিক্যালি আমরা আক্রমণাত্মক থাকবো।'

হাথুরু আরো বলেন, ‘কী হবে সেটা নিয়ে ভাবছি না। সেভাবেই খেলতে চাই, যেটা সবচেয়ে ভালো পারবো। আমার মনে হয় যখন আমরা এমন আক্রমণাত্মক খেলবো আর স্বাধীনতা নিয়ে খেলতে পারবো, তখন দল সবসময় ভালো করবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top