সোমবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


মেসি নয়, রোনালদোর সঙ্গে দাবা খেলছেন অন্য কেউ


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৩ ২২:৩৯

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৬

 ফাইল ছবি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ অনেক পুরনো। তবে পেশাদারিত্ব বজায় রেখেই সামনাসামনি দেখায় স্বাভাবিক আচরণ করেন তারা। তাদের লড়াই মূলত মাঠের খেলায় একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায়।

কাতার বিশ্বকাপের আগমুহূর্তে দুজনকে একই টেবিলে হাজির হতে দেখা যায়। মুখোমুখি বসা অব্স্থায় দেখা যায় দুজন দাবা খেলছেন। বদলে গেছে সেই দাবার দৃশ্য। আল-নাসরের হয়ে রোনালদোর সর্বশেষ জয়বঞ্চিত থাকার পরই এ ঘটনা ঘটে!

মাস চারেক আগে কাতার অনন্য সব নজির গড়ে পর্দা নামে কাতার বিশ্বকাপের। সেখানে মরুর বুকে ঝড় তুলে তৃতীয় শিরোপা ঘরে তোলে মেসির আর্জেন্টিনা। পূরণ করেন সাড়ে তিন দশকের সোনালী ট্রফি না পাওয়ার স্বপ্ন। তবে বিশ্বকাপ শুরুর আগে মেসি-রোনালদোর দাবাড়ু বনে যাওয়ার ছবি সামাজিক যোগযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। দুজনের ভক্তরাই সেটি সাদরে গ্রহণ করেন।

সে সময় দুই তারকা ফুটবলারই প্রায় একই সময়ে ওই ছবি শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, মেসি আর রোনালদোর সামনে দাবার বোর্ড সাজানো, গভীর চিন্তায় মগ্ন দু’জনে। আর্জেন্টাইন অধিনায়ক একটু বেশি ঝুঁকে ভাবছেন, তাতে আঁচ করা যাচ্ছে, চালটা তারই; রোনালদো ভাবছেন পরের চালটা কী দেওয়া যায়!

দু’জনের প্রকাশ করা ছবিরই ক্যাপশন এক। যারা তাদের এনেছে একই ফ্রেমে, সেই লুইঁ ভুঁতোর নতুন ক্যাম্পেইনের ট্যাগলাইন, ‘ভিক্টরি ইজ অ্যা স্টেট অর মাইন্ড।’ নিচে একটা ব্রিফকেইস। বিশ্বকাপ ট্রফির ক্যারিয়ারের পৃষ্ঠপোষক তারাই, ধারণা করা হয়েছিল দাবা বোর্ডের নিচের এই ব্রিফকেইস দিয়ে সেটিই বোঝানো হচ্ছে।

তবে এতদিন পরে এসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি হঠাৎ বদলে গেছে। সেখানে রোনালদোর অপরপ্রান্তে মেসির জায়গায় অপরিচিত একজনের দেখা মেলে। মূলত এই এডিটের মাধ্যমে রোনালদোকে নিয়ে কৌতুক করছে ফুটবলভক্তরা। কারণ, গত রোববার আল-ফেইহার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

এতে সৌদির প্রো লিগে শীর্ষে থাকা দলটি আল-ইতিহাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে। এরপর আল-ফেইহার টুইটার অ্যাকাউন্ট থেকে সেই এডিটেড ছবিটি শেয়ার করা হয়। সেখানে মেসির জায়গায় ফেইহা অধিনায়ক সামি আল খাইবারিকে বসিয়ে দেওয়া হয়। যার ক্যাপশনে লেখা হয়, ‘চেকমেট।’

সেই পোস্টটি ২৪ ঘণ্টায় প্রায় ২ মিলিয়ন মানুষ দেখেছে। যেখানে আল-ফেইহার অন্য কোনো টুইট এক লাখের বেশি ভিউ হওয়ার নজির নেই

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৩৮ বছর বয়সী রোনালদোকে দলে ভেড়ায় আল-নাসর। সেই দলবদলে ক্লাবটি রোনালদোকে বছরে ৭৫ মিলিয়ন ডলার সম্মানী দেওয়ার রেকর্ড গড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top