রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১


পিএসজির সঙ্গে এমবাপের ‘প্রতারণা’, ক্লাব ছাড়ছেন শিগগিরই


প্রকাশিত:
১৩ জুন ২০২৩ ১৭:১৬

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২

 ফাইল ছবি

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে চুক্তিতে যেতে আগের মৌসুমেই ওঠেপড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই সময় স্প্যানিশ জায়ান্টদের আহবানে সাড়া দেননি এই পিএসজি তারকা।

তবে মৌসুম শেষ হতেই এমবাপেকে ঘিরে নতুন করে রিয়ালে যোগদানের গুঞ্জন উঠেছে। এ বিষয়ে পিএসজি কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনাও করছিল বলে জানা গেছে।

তবে সেটি তারা এখনই সামনে আনতে চাচ্ছিল না। যা প্রকাশ হয়ে যাওয়ায় ক্লাবটি নিজেদের ‘প্রতারিত’ মনে করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘লেকিপ’।

২০২৪ সাল পর্যন্ত ২৪ বছর বয়সী এমবাপের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল পিএসজির। তবে তিনি আর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান না। যার ধারাবাহিকতায় পিএসজি ভাবছে, ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার চেয়ে ফরাসি ফরোয়ার্ডকে বিক্রি করে দেওয়াই উত্তম।

তাই পিএসজিও তাকে আর রেখে দিতে চায় না। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই, সম্ভব হলে এই গ্রীষ্মকালীন দলবদলেই এমবাপেকে চড়া দামে বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি।

এর আগে থেকেই এমবাপের জন্য ঝুলে ছিল রিয়ালের প্রস্তাব। যা এখন কাজে লাগাতে চায় পিএসজি। তাদের লক্ষ্য ছিল ফরাসি তারকাকে চুক্তি শেষে আরও একবছর রেখে দেওয়ার প্রস্তাবে রাজি করানো। কিন্তু এমবাপের আগ্রহ কম থাকায় ভিন্ন কৌশলে যেতে চায় ক্লাবটি। দেশটির সংবাদমাধ্যম লেকিপের দেওয়া তথ্যমতে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকার বেশি।

এমবাপেকে কেনা নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরও আগ্রহী রিয়াল। কয়েকদিন আগে এক সমর্থকের প্রশ্নের জবাবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছিলেন, এমবাপেকে রিয়াল কিনতে চায়, তবে এ মৌসুমে নয়। মূলত তখনও এমবাপেকে পিএসজির ছেড়ে দেওয়ার এই গুঞ্জন শোনা যায়নি।

মৌসুম শেষ হতেই ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে কদিন আগেই রিয়াল ছেড়েছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। তার শূন্যস্থান পূরণের জন্য একজন ফরোয়ার্ড প্রয়োজন রিয়ালের। সেই ফরোয়ার্ড যদি হন এমবাপে, তাহলে তো কোনো কথাই নেই।

তবে সেজন্য রিয়ালের অবশ্য কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে হবে। ইতোমধ্যে ইংলিশ তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন, ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনো এবং আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজসহ বেশ কয়েকজন তাদের পরিকল্পনায় রয়েছেন। ফলে এমবাপেকে রিয়াল এই মৌসুমেই কিনতে আগ্রহ দেখাবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।

এদিকে, বড় বড় তারকা নিয়েও চ্যাম্পিয়নস লিগ জিততে ব্যর্থ হওয়ায় পিএসজি নতুন কৌশলে হাঁটতে চাইছে। পিএসজির পরবর্তী প্রকল্পের কেন্দ্রে কোনো তারকা নয়, থাকবে ফরাসি নতুন প্রতিভাবান ফুটবলাররা। যদিও কয়েকজন তারকা ফুটবলারকেও ক্লাবটিতে নেওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top